May 18, 2024, 5:22 am

তারেক রায়হান

রোজার মাস আসলে কষ্টটা আরো বেড়ে যায়

Spread the love

লেখক: খোন্দকার তারেক রায়হান-সাবেক সদস্য, কেন্দ্রীয় দপ্তর উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ 

রোজার মাস আসলে কষ্টটা আরো বেড়ে যায়,প্রতিদিন রমজানে আমার বাবা বিশিষ্ট শিক্ষাবিদ এ বি এম এনামুল হক খন্দকার ফোন দিয়ে সেহরি খাওয়ার জন্য জাগ্রত করতেন ,সকাল-বিকাল ফোন দিয়ে খোঁজ খবর নিতেন ,প্রতিদিন দিতেন পরামর্শ ,এখন আর কেউ ফোন দেয় না ,সেজন্য রমজানের প্রতিটা দিন এত  কষ্ট পাচ্ছি ,তা  কাউকে বলতে পারবো না।

তার সাথে কষ্টটা আরো বাড়িয়ে দিয়েছে আমার বড় চাচা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট সাংবাদিক (গেদুচাচা) খন্দকার মোজাম্মেল হক আমাদের ছেড়ে চলে গিয়ে !সারা বিশ্বে করোনা যখন শুরু হলো তখন টিভির খবরে দেখতাম ইতালি চীন আমেরিকার সহ বিভিন্ন দেশে করোনায় কিভাবে মানুষ মারা যাচ্ছে, তারপর বাংলাদেশের যখন মারা যাচ্ছে তখন খবরে দেখে অবাক হলাম ,অতঃপর সেই মৃত্যু আমার পরিবারে পর্যন্ত !করোনা মহামারীর সময় মৃত্যু হলে জাতীয় প্রেসক্লাবে পর্যন্ত কারো  জানাজা হতো না ,তখন জাতীয় প্রেসক্লাবের বিশেষ বিবেচনায় আমার চাচা গেদুচাচা খন্দকার মোজাম্মেল হকের জানাজা দিয়ে  তাঁর লাশ বাড়ির মসজিদের সামনে নিতে  গিয়ে আমার বাবার সাথে দেখা ,তিনি আমাকে দেখে মসজিদ থেকে বের হতে হতে উচ্চস্বরে কান্না  করতেছেন !এই রকম কান্না আমি জীবনেও দেখি নাই !তার আপন বড় ভাইয়ের মৃত্যুতে তিনি এতই ভেঙ্গে গিয়েছিলেন যা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি !

আমার বাবার কান্না ছিল আমাদের অভিভাবক চলে গেছেন ,উচ্চস্বরে বারবার কান্না করছেন ,সেই স্মৃতি বারবার মনে পড়ে !করোনার দোহাই দিয়ে বারবার বাবাকে নিরাপদ দূরত্বে রেখেছিলাম ,তারপরও কেন এমন হলো ?

আমার বাবা আমার বড় চাচা গেদু চাচার তিন দিনের প্রোগ্রাম সীমিত পরিসরে করেছিলেন ,অতঃপর চল্লিশ দিনের প্রোগ্রাম আয়োজন করেছিলেন ,আমাকে পর্যন্ত দাওয়াত দিতে দেন নাই ,তিনি বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে গ্রামে দাওয়াত দিয়েছিলেন ,৪০  দিনের প্রোগ্রাম আয়োজন করার ঠিক তিন দিন পরে তিনি কীভাবে আমাদের ছেড়ে চলে গেলেন তা ভাবতে গেলে প্রতিদিন স্তব্ধ হয়ে যায় !কয়েকদিনের ব্যবধানে দুই অভিভাবক চলে গিয়ে আমাদের খুব কষ্ট দিয়েছেন ,যা কাউকে বোঝাতে পারবো না !তবে ভালো লাগে তখন বাবা যেদিন মৃত্যুবরণ করে ঠিক সেদিন আমার আম্মু দেখেছে আমার বাবা তাহাজ্জুদের নামাজ পরছে ,মৃত্যুর তিন ঘণ্টা আগে ঘর থেকে এশার নামাজ পড়ে বের হয়েছিলেন ,কিন্তু কোন নামায কাযা হয় নাই !

আজকে পবিত্র শবে কদরের উছিলায় সবার কাছে এই দোয়া চাই [ করোনা মহামারীর মৃত্যুতে আমার বাবা ও বড় চাচাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন ] ,পৃথিবীর সকল বাবা মা ,আমার দাদা, দাদু ,নানা সহ সকল আত্মীয় স্বজনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন ,আমিন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category