May 18, 2024, 3:56 am

চাওয়া পাওয়ার লড়াই

চাওয়া পাওয়ার লড়াই

Spread the love

লেখক: হুরায়রা শিশির 

জানিনা কতটা ফাউন্ডেশন দিলে

তোমার চড়ের দাগ গুলো ঢাকা পড়বে!

জানিনা কতটা কাজল দিলে

ওই চোখের কষ্ট গুলো লুকিয়ে রাখা যাবে!

জানি না আর কতটা

গলা সাধলে

ধরে যাওয়া গলা মধুর শোনাবে,

মাতলামি আর প্রেম প্রেম আবেগে নেশা ছড়াবে!

আমি জানি না

আমি সত্যি জানি না।

আর কত কত রঙে

তুমি আমাকে সাজাবে!

কষ্ট আর ভাঁজ ঢাকার

নতুন আর কত কী

তুমি আবিষ্কার করে চলবে!

আর আমি

তোমার দেওয়া কষ্ট গুলো লুকিয়ে,

পুতুল সেজে

তোমার আংগুলের তালে তালে

আমি নাচতে থাকব..

আর নাচতে থাকব।

আমি জানি না।

সত্যি আমি জানি না!

আচ্ছা,আমি কি কখনো মানুষ ছিলাম!

নাকি পৃথিবী আমাকে নারী বলে তোমার পুতুল করে দিয়েছে!

জন্ম জন্মান্তের জন্য চোখে মুখে

এই সভ্যতার আলো দেখার

আরও

অনেক অনেক আগে থেকে!

আমি জানি না।

সত্যি সত্যি আমি জানি না।

নারী বলে

তোমার রঙ বে-রঙের ঝলকানিতে,

নাকি আমি নিজেই তোমাকে মুগ্ধ করতে

পুতুল হয়ে তোমার বুকে ঝাঁপ দিয়েছিলাম!!

চোখ চিন্তা আর চাওয়া গুলোকে বন্দী করে তোমার পায়ে,

পায়ের তালে তালে!

আর তুমি ভালবাসা দিয়ে

ছলনার জালে বন্দিনী করে দিলে আমায়।

ফাইন্ডেশন, আইনাইলার, হাইলাইটার, ব্রাশ, ইত্যাদি ইত্যাদি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি!

কি এক গোলকধাঁধার চক্রে।

আমার চামড়ার ভাঁজ বাড়ছে,

বয়সের টান ধরে রাখতে তুমি আমাকে কসমেটিকস লাইপোসাকশন করতে শিখালে।

আমিও শিখলাম

কিন্তু!!

তোমাকে কি পেলাম!

তোমার মুগ্ধ চোখ কোথায় হারালাম,

কবে!

আমি এখন ষোল বছরের তরুণী হতে পারি

তোমার জন্য,

হতে পারি

পঁচিশ বছরের মায়াবীনি।

কিন্তু তুমি কি আমার জন্য সেই তরুণ

সেই মাতাল যুবক হয়ে আমার কাছে ধরা দিতে পারবে!!

চাওয়া গুলো কি!!

আমি জানিনা।

আমি সত্যি জানিনা!

তবে আমি কার জন্য এত্ত সাজলাম!

কার জন্য ছোট ছোট করে

গাল,নাক, চিক কেটে নিজেকে অনিশ্চিত…

স্কিন গ্রাফটিং ক্র‍্যাফটিং করে পুতুল সেজে অপেক্ষা করছি,

তুমিও তরুণ হবে আমার জন্য,

ফিরে আসবে আবার

আমার ভালোবাসার

রঙ মেখে!

তুমি বুড়া থেকে বুড়ো হচ্ছো

আর হচ্ছো,

আমার অপেক্ষা আর ক্লান্তির মেঘ

জমা হচ্ছে

আর জমা হচ্ছে,

খুব বড় ঝড় দানা বাধছে বুকে কনে,

কালবৈশাখীর মত কালো,

খুব কালো অন্ধকার….

ঝড় হবেই হবে।

আমি জানি না।

আমি সত্যি জানিনা।

তাই হোক এবার যুদ্ধ

খুব একটা বড় যুদ্ধ।।

তোমার আর আমার

চাওয়ার সাথে চাওয়ার

একটা বড় যুদ্ধ

আমাকে অবহেলার যুদ্ধ।

হতেই হবে এবার।

আজ তোমাকে

আমার চাওয়ার মত হতে হবে

যদি তুমি চাও-

আমাকে তোমার মত করে আবার।

বার বার।।

“চাওয়া পাওয়ার লড়াই”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category