May 4, 2024, 5:15 am

RAJSHAHI COLLEGE 1873

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী-২০১৯

Spread the love

রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৭৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী কলেজ বাংলাদেশের ৩য় প্রাচীনতম কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ৬৮৫টি কলেজের ২০১৫ সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ। বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ‍্যালয়ের অধীনে মাস্টার্স ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে। ১৯৯৬ সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে। ব্রিটিশ আমলে অবিভক্ত বাংলার দ্বিতীয় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং বর্তমান যুগেও বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ ‘রাজশাহী কলেজ’ ১৮৭৩ সাল থেকে আজ পর্যন্ত জ্ঞানচর্চাকারীদের কাছে প্রিয় একটি প্রতিষ্ঠান। এর সংস্পর্শে এসে লক্ষাধিক শিক্ষার্থী ইন্টারমিডিয়েট/এইচএসসি পাশ করে দেশ ও বিদেশে জ্ঞানের অসাধারণ নৈপুণ্য, সৃজনশীলতা, জাতীয় নেতৃত্ব, ব্যবসা-বাণিজ্য তথা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

সেই পুরানো স্মৃতি পুরানো ইতিহাস আরও একবার স্মৃতিচারন করার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন কোণে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের প্রিয় কলেজে ফিরে এসে কৈশোর-যৌবনের সেই দিনগুলো ফিরিয়ে আনার জন্য রাজশাহী কলেজ আয়োজন করতে যাচ্ছে পুনর্মিলনী-২০১৯ । তারুণ্যে ছেড়ে আসা সহপাঠীদের, সম্মানিত অগ্রজ, স্নেহের অনুজদের সাথে এক মঞ্চে আসার, পরস্পরকে কাছে পাওয়ার এই এক বিশাল আয়োজন।

নিচের লিংকের মাধ্যমে জানতে পারবেন লেখিকা জুবাইদা পারভীনের অসম্ভব সুন্দর একটি ভিডিও

https://www.facebook.com/RCHSCAA/videos/677414112722447/

‘রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী-২০১৯’

তারিখঃ ২৭ ও ২৮ ডিসেম্বর, ২০১৯

অনুষ্ঠানসূচীঃ শীঘ্রই জানানো হবে

রেজিস্ট্রেশন ফিঃ

*২০১২ সালের পূর্ববর্তী সকল ব্যাচঃ ১৮৭৩ টাকা

*২০১২ থেকে ২০১৯ সালের সকল ব্যাচঃ ৭০০ টাকা

*চলতি ব্যাচ অর্থাৎ ২০২০ ও ২০২১ এর জন্যঃ ৫০০ টাকা

(কেউ যদি অতিথি নিয়ে আসতে চান, তাহলে প্রতিজন অতিথির জন্য অতিরিক্ত ১০০০ টাকা প্রদান করতে হবে

বিঃদ্রঃ অতিথি বলতে স্বামী/স্ত্রী ও সন্তানরা গ্রহণযোগ্য। এছাড়া অন্য কেউ গ্রহণযোগ্য হবে না। )

রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ

পুনর্মিলনীর জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন করা যাবে।

*অনলাইনে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুনঃ www.rchscaa.org

*অফলাইনে রেজিস্ট্রেশন করতে রাজশাহী কলেজ হাজী মুহাম্মদ মহসিন ভবনে অবস্থিত রুম নং ১০৭ এ রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন এর অফিসে আসতে হবে।

** অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন এর সময় অনলাইন চার্জ প্রযোজ্য।

এছাড়া রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত দেখুন এখানে:https://bit.ly/2HoKFEM

জরুরী যোগাযোগঃ

০১৮৭৫০০২২৭৫ (অন্তর)

০১৭৯৬৬৯৭০৭৯ (সজিবুর)

ইমেইল: rchscalumni@gmail.com

আহবায়ক কমিটি- http://rchscaa.org/committee

ব্যাচ প্রতিনিধি- http://rchscaa.org/batch_representative


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category