May 3, 2024, 6:09 pm

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২

Spread the love

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে পুলিশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত হওয়ার কথা বিএনপি দাবি করলেও পুলিশ বলছে একজনের কথা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ছয়সুতি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় কুলিয়ারচর থানার ওসিসহ অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া বিএনপির ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, কীভাবে ওই ব্যক্তি নিহত হয়েছেন, তা এখনো বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে।

তবে বিএনপির দাবি, সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে দাবি করেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুজন নিহত হয়েছেন। তারা হলেন বড় ছয়সূতি ইউনিয়নের ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) ও একই ইউনিয়নের কৃষকদল সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

স্থানীয়রা জানায়, বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সুতি এলাকায় বিএনপি কর্মীরা অবরোধ করতে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category