May 4, 2024, 2:39 am

মাদক ব্যবসায়ী-চোরাকারবারিদের বাড়ি

‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ সাইনবোর্ড টাঙাচ্ছে বিজিবি

Spread the love

হবিগঞ্জের মাধবপুরের সীমান্তবর্তী গ্রামের কয়েকটি বাড়ির সামনে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’, ‘চোরাকারবারির বাড়ি’ লেখা লাল রং এর ডিজিটাল সাইনবোর্ড দেখে যে কারোরই চোখ আটকে যাবে।

মাধবপুর উপজেলার বহরা, চৌমুহনীসহ সীমান্তবর্তী কয়েকটি ইউনিয়নের মাদক ব্যবসায় জড়িতদের বাড়ি এভাবেই চিহ্নিত করে রাখতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে।

মাদক ব্যবসায়ীদের বাড়ি

মাদক নির্মূলে তারা এ  ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সীমান্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়ির সামনে ডিজিটাল ব্যানারের সাইনবোর্ড লাগিয়ে গত সোমবার থেকে এ উদ্যোগ কার্যকর করছেন তারা।

চিহ্নিত এই ১০টি বাড়ির মালিক বিভিন্ন সময়ে মাদকসহ বিজিবির হাতে ধরা পড়ে এবং একাধিক মাদক মামলা রয়েছে।

বিজিবির এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় জনসাধারণ। কিন্তু প্রশ্ন রয়েছে এতে মাদক ব্যাবসা আসলেই বন্ধ করা যাবে কি না। তাছাড়া সেই সকল বাড়ীর বা পরিবারের অন্য সদ্যস্য স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের তো আর দোষী নয় তাই তাদের বিষয়টি সামাজিকভাবে চলাফেরা করার ক্ষেত্রে বিবেচনায় আনা হয়েছে কি না  কর্তৃপক্ষের কাছে প্রশ্ন?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category