May 18, 2024, 5:19 am

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

Spread the love

রাজশাহী মহানগর প্রতিনিধি পারভীন খাতুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করোনার কারণে ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো ২০ জুনের পর থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে স্বশরীরে নিতে পারবে বিভাগগুলো।

একইসাথে ২০২০ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো ৪ জুলাই এর পর থেকে শুরু করতে পারবে প্রত্যেক বিভাগ। তবে এ ক্ষেত্রে যে কোন একটি বর্ষের পরীক্ষা এক সময়ে নেবার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনলাইনে জরুরী সভার পর এ সিদ্ধান্ত দিয়েছে কর্তৃপক্ষ।

সভায় বিশ্ববিদ্যালয়টির দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহাসহ যুক্ত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, সকল অনুষদের ডীন এবং ইনস্টিটিউটের পরিচালকগণ। তবে এ সভা থেকে বিশ্ববিদ্যালয়ের হল খোলা রাখার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়নি ক্লাস শুরুর বিষয়েও। পরীক্ষা দেবেন এমন শিক্ষার্থীদের নিজ খরচে থাকার বন্দোবস্ত করতে হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category