May 4, 2024, 5:31 am

প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের, স্ত্রী বললেন ভিন্ন কথা

প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের, স্ত্রী বললেন ভিন্ন কথা

Spread the love

‘সারেগামাপা’খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল ও তার মাদককাণ্ড নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সম্প্রতি মঞ্চে তার মাতলামির ঘটনা প্রকাশ্যে আসার পর নানা চাঞ্চল্যকর তথ্য দেন এই গায়কের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। কথা রটে, প্রতিদিন নাকি ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের! সালসাবিলের কথা অনুযায়ী, প্রতি মাসে নোবেল ১ কোটি ২০ লাখ টাকার মাদক সেবন করেন।

ভাইরাল হওয়ার একটি ভিডিওতে সালসাবিল জানান, প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের। তার মাদকাসক্ত হওয়ার পেছনে ও শুধু একা দায়ী নয়। পেছনে আছে ক্ষমতাসীন অনেক লোকজন। প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্ষমতাশালী ব্যবসায়ী, এয়ার হোস্টেস এমনকি দুই বাংলার গানের জগতের নামকরা সংগীত ব্যক্তিত্বরাও এর সঙ্গে জড়িত আছে।

তাহলে কী সত্যি প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের? এমন প্রশ্নের উত্তর জানতে যোগাযোগ করা হয় গায়কের সাবেক স্ত্রীর সঙ্গে। সালসাবিলের ভাষ্য, ‘এই ভিডিওটা বা সাক্ষাৎকারটা আমি পরে দেখেছি। এখন আমার কথাগুলো যদি পুরোটা না দিয়ে, অল্প একটু কাট করে দেওয়া হয় তাহলে আমার কী করার আছে।’

তিনি বলেন, ‘আমাকে প্রশ্ন করা হয়, নোবেলের কত টাকার মাদক লাগে? আমি বলেছিলাম, তাদের যে গ্রুপটা আছে। সেখানে যে ক’জন আছে তাদের সবাই মিলে প্রতিদিন প্রায় ৪ লাখ টাকার মাদক নেয়। নোবেল একা না। ওদের গ্রুপে প্রায় ১৫ জন আছে। এখন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে দেখলাম, নোবেল ৪ লাখ টাকার মাদক নেয়- এই কথাটুকু রাখা হয়েছে। এর আগে ও পরের কথাগুলো নেই ‘

মূল সাক্ষাৎকারটি প্রকাশ করলেই সব পরিস্কার হয়ে যাবে জানিয়ে সালসাবিল বলেন, ‘শুধু ভিউ বাড়ানোর জন্য “নোবেল ও ৪ লাখ টাকা”র বিষয়টি সামনে আনা হয়েছে।’

নোবেলের সাবেক স্ত্রী আরও জানান, নোবেল এখন নিজের নিয়ন্ত্রণে নেই। তাকে নিয়ন্ত্রণ করছে একটি চক্র। যারা ইতিমধ্যেই নোবেলকে চোখে চোখে রাখছে। তার ফেসবুক, ইউটিউব এমনকি তার মুঠোফোনও তাদের হাতে। এই গায়ক নিজেও এই পথ থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে বলে জানান সালসাবিল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category