May 19, 2024, 12:27 am

0

পাকিস্তানে ৮ সেনা নিহত পৃথক পৃথক সন্ত্রাসী হামলায়

Spread the love

আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি সন্ত্রাসী হামলায় আট সেনা নিহত হয়েছেন। এক ঘটনায় সাতজন আর অপর ঘটনায় এক সেনা নিহত হন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার ডন এ কথা জানিয়েছে।

উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত জেলা দাতাখেলে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে অতর্কিতে হামলা চালালে সাত সেনা নিহত হন। দ্বিতীয় ঘটনাটি ঘটে জেলার ইশাম এলাকায়। নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে লড়াইয়ে এক সেনা নিহত হন।
কর্মকর্তারা জানান, প্রথম ঘটনায় সন্ত্রাসীরা আফগান সীমান্তবর্তী দাতাখেল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চলন্ত গাড়িতে অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা রকেট চালিত গ্রেনেড লঞ্চার ও বন্দুক দিয়ে হামলা চালায়। হামলায় সাত সেনা নিহত হন বলে জানান কর্মকর্তারা। উত্তর ওয়াজিরিস্তানের জেলা সদর দপ্তর মিরামশাহে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান কর্মকর্তারা।

নিহত সেনারা হলেন হাবিলদার তারিক, সিপাহি আরশাদ, কাশিফ, জুনাইদ, ইজাজ, ওয়াকাস ও জাওয়াদ মির। একটি সামরিক হেলিকপ্টারে করে তাঁদের মরদেহ মিরামশাহে নেওয়া হয়।
সূত্রগুলো বলেছে, ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা হামলা চালিয়েছিলেন। তবে হামলাকারী সন্ত্রাসীদের হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হামলার বিষয়টি নিশ্চিত করেনি। কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেয়নি।

তিন দিন আগে দক্ষিণাঞ্চলীয় জেলা দেরা ইসমাইল খানে এক হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও চারজন। এরপরই বৃহস্পতিবার বড় ধরনের এ হামলার ঘটনা ঘটল।
উত্তর ওয়াজিরিস্তানের অন্যান্য এলাকার চেয়ে দাতাখেল সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য তুলনামূলক অভয়ারণ্য। নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত এলাকাটি সন্ত্রাসীমুক্ত করতে পারেনি। এখনো শত শত বাস্তুচ্যুত পরিবার তাদের ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে উত্তর ওয়াজিরিস্তানের ইশাম এলাকায়। সেনা ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে মিঞাওয়ালি এলাকার সিপাহি আসমাতুল্লাহ খান (২৮) নিহত হন। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ কথা জানিয়েছে। ওই এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মূলে শুদ্ধি অভিযান চলছে। এ নিয়ে চলতি সপ্তাহে ওয়াজিরিস্তানে তিনটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। গত সোমবার দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশিচৌকিতে হামলায় সেনাবাহিনীর এক মেজর ও এক সেনা নিহত হন। ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই সন্ত্রাসীও নিহত হয়।

আইএসপিআরের সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৩ মাসে ৯৭ জন কর্মকর্তা ও সেনাসদস্য নিহত হয়েছেন। সর্বশেষ ৮ জন নিয়ে এ সংখ্যা ১০৫। একই সময়ে ১২৮ সন্ত্রাসী নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৭০ জনকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category