May 18, 2024, 8:04 am

বিশ্ববিদ্যালয

পরীক্ষা দিতে এসে রাবির দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত

Spread the love

মাহাদি হাসান

আবাসিক হলসমূহ বন্ধ রাখার শর্তে সশরীরে স্থগিত হওয়া পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন। পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজশাহীতে আসা দুই শিক্ষার্থীর করোনা পজেটিভ হওয়ার খবর পাওয়া গেছে।

তারা হলেন: ফাইন্যান্স বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ২০ তম ব্যাচের শিক্ষার্থী সুলতানা হাসু ও মাহফুজা নিপা।  করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তারা দুজনেই নিশ্চিত করেছেন।

তারা আরো জানান, পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে সপ্তাহ খানেক পূর্বে রাজশাহীতে আসেন দুজন, মেস খোঁজাখুঁজি নিয়ে অনেক মানুষের সংস্পর্শে আসা হয়। করোনার উপসর্গ দেখা দিলে তারা নমুনা পরীক্ষা করতে দেন। আজ তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে। তারা দুজনেই অনার্স শেষ বর্ষের পরীক্ষার জন্য রাজশাহীতে অবস্থান করছেন বলে জানিয়েছেন

বিভাগের সভাপতি জাহিদ হাসান বলেন, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তবে কারো করোনা সংক্রমণ হলে অবশ্যই পরীক্ষা পিছিয়ে দেয়া হবে। তিনি আরো জানান, ২০ জুনের পর আমরা সম্ভাব্য একটা তারিখ দিয়েছি। তবে সবার আগে এমবিএ স্থগিত পরীক্ষা নেয়া হবে তারপর বিবিএর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হবে। সবার সেফটি নিশ্চিত করেই সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, আবাসিক হলসমূহ বন্ধ রাখার শর্তে সশরীরে স্থগিত হওয়া পরীক্ষা ২০ জুন থেকে নেয়ার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন। ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের ২য় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল ২৭ জুন থেকে। সে পরীক্ষা অংশগ্রহণ করতেই এসেছিলেন এই দুই শিক্ষার্থী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category