May 18, 2024, 4:50 am

নির্বাচনে যত বাধা আসুক, প্রতিরোধ করব: ওবায়দুল কাদের

নির্বাচনে যত বাধা আসুক, প্রতিরোধ করব: ওবায়দুল কাদের

Spread the love

বিএনপির নেতৃত্বে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‌‘সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যত বাধা বিপত্তি আসুক আমরা প্রতিহত, প্রতিরোধ করব।’

আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের পরামর্শ ফরমায়েশি আমরা গ্রহণ করব না। এদেশের গণতন্ত্র যেভাবে চলছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেভাবেই এগিয়ে যাব।’

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি সব ধরনের অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘দেশি-বিদেশি যে বা যারা কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে অন্যায়ভাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎখাত করতে চান তাদের উদ্দেশে বলতে চাই, ২০০৬/০৭ কিংবা ওয়ান ইলেভেনের মতো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেব না।’

সেতুমন্ত্রী বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে-এটা তদন্ত করা হচ্ছে, আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে?

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কি না চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কি না সেটাই এখন দেখার বিষয়।’

বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপি বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, অবস্থান কর্মসূচি জনসম্মতি নিয়ে আন্দোলনটা করতে পারেনি।’ এ সময় অগ্নিসন্ত্রাস কিংবা কালো ছায়া যেনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, তাই নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category