May 18, 2024, 7:58 am

জাতিসংঘে ফিলিস্তিনের বিপক্ষে যেসব দেশ

জাতিসংঘে ফিলিস্তিনের বিপক্ষে যেসব দেশ

Spread the love

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। তবে বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে যুদ্ধ বিরতির প্রস্তাবে ঐকমত্যে পৌঁছাতে পারেনি সব দেশ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যভুক্ত দেশ ১৫টি। এ দেশগুলো বিভিন্ন ইস্যুতে ভোট দিতে পারে। তবে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে সব দেশ একমত হতে পারেনি। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে ভেটো দিয়েছে। অর্থাৎ তারা এ প্রস্তাবের পক্ষে মত দেয়নি।

অন্যদিকে নিরাপত্তা পরিষদের এ বৈঠকে ভোট দেওয়া থেকে বিরত ছিল দুটি দেশ। দেশ দুটি হলো যুক্তরাজ্য ও রাশিয়া।

এ ছাড়া বৈঠকে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩টি দেশ। দেশগুলো হলো- ফ্রান্স, চীন, আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, গ্যাবন, ঘানা, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category