May 19, 2024, 3:25 am

লঞ্চে আগুন নিহত ৩০

সুগন্ধা নদীতে লঞ্চে আগুনে পুড়ে নিহত ৩০, দগ্ধ অর্ধ শতাধিক

Spread the love

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে এতে আগুন ধরে যায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন ‍শতাধিক যাত্রী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

শুক্রবার ভোর ৪টায় বরগুনার বেতাগী উপজেলার লঞ্চ টার্মিনালে শত শত স্বজনদের আহাজারি শুনতে পাওয়া যায়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে লঞ্চটিতে আগুন লাগে বলে যাত্রীরা জানিয়েছেন। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলে এলে লঞ্চ থেকে কিছু যাত্রী নামতে পেরেছেন।

 ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের পর ওই লঞ্চের অর্ধশতাধিক দগ্ধ যাত্রী এসে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল, ২৪ ডিসেম্বর। ছবি: সাইয়ান

যাত্রীরা জানিয়েছেন, অনেকেই লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন। যাত্রীদের ধারণা হতাহতের সংখ্যা অনেক। লঞ্চটিতে সকল বয়সের প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

লঞ্চের এক যাত্রী জানান, তিনি ঢাকা থেকে বরগুনা ফিরছিলেন। ঝালকাঠি লঞ্চ টার্মিনালের ঠিক আগে গাবখান সেতুর কিছু আগে লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। রাত তিনটা থেকে আগুন জ্বলতে থাকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category