May 18, 2024, 4:08 am

223836 bangladesh pratidin fdsdfsdf

ফরিদপুরে সার ও চালের দোকানে অভিযান

Spread the love

ভোক্তা পর্যায়ে চাল, সার ও কীটনাশক যথাযথ ভাবে বিক্রয় না করার অভিযোগে ফরিদপুরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে বেলা সোয়া ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদর উপজেলার খলিল মন্ডলের হাটের সার ব্যবসায়ী মেসার্স রাহাত ট্রেডার্সকে ৫০০০ টাকা, চাউল ব্যবসায়ী মেসার্স বাদশা খাদ্য ভান্ডারকে ২০০০ টাকা, মোহাম্মদপুর বাজারের মেসার্স সৌরভ এন্টারপ্রাইজকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে একটি অসাধু চক্র বিভিন্ন পণ্য বিক্রি করছে- এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category