May 18, 2024, 5:18 am

নির্বাচনে অংশ নেবে কি না, সিদ্ধান্ত নিতে পারছে না জাপা

নির্বাচনে অংশ নেবে কি না, সিদ্ধান্ত নিতে পারছে না জাতীয় পার্টি

Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জাতীয় পার্টি (জাপা) সিদ্ধান্ত নিতে পারছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ বুধবার রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের দুটি আসনের উপনির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে মুজিবুল হক চুন্নু বলেন, ‘এসব নির্বাচনে আমরা যে প্রার্থী দিয়েছিলাম, কখনো আশা করিনি তারা পাস করবেন। তারা পাস করার মতো প্রার্থীও না। এই নির্বাচনেও আওয়ামী লীগের কর্মীরা সহ্য করতে পারেনি। তাদের প্রার্থী পাস করবে জেনেও সিল মারছে। কারণ, সিল মারা তাদের অভ্যাস হয়ে গেছে, একটা ম্যানিয়া হয়ে গেছে। ভোটারদের তারা কষ্ট দিতে চায় না।’

নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাপার প্রুস্তুতি সম্পর্কে দলটির মহাসচিব বলেন, ‘প্রার্থী বাছাইসহ ইশতেহার এবং ফরম ছাপানোর কাজ করা আছে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, নির্বাচন করব কি করব না। কারণ, গত পাঁচ বছরে এই সরকারের আমলে যেসব নির্বাচন হয়েছে, তাতে আমাদের অভিজ্ঞতা ভালো না।’নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার বিষয়ে আমাদের কোনো কথা নাই। আমাদের কথা একটাই— আমরা নির্বাচনের একটা পরিবেশ চাই।’

জাপা মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের এক দফা যে তারা তাদের অধীনেই নির্বাচন করবে, আর বিএনপির এক দফা তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। দুই দলের এক দফায় দেশের মানুষ আজ জিম্মি। মানুষ আতঙ্কের মধ্যে আছে। এখনো সময় আছে, দুই দলকে এক দফা থেকে সরে এসে আলোচনায় বসা উচিত।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category