May 18, 2024, 6:46 am

bus2 samakal 615c3c6727dfb

কেরানীগঞ্জের ঘাটারচর টু কাঁচপুর চলবে ‘ঢাকা নগর পরিবহন’

Spread the love

বিএসএন নিউজঃ আগামী ১ ডিসেম্বর থেকে ১২০টি নতুন বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’ নামে বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপ চালু হচ্ছে। রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের ঘাটারচর টু কাঁচপুর চলবে এ পরিবহন। প্রায় ২১ কিলোমিটার এ রুটে প্রতি কিলোমিটারে যাতায়াত ভাড়া পড়বে ২ টাকা ২০ পয়সা।

মঙ্গলবার  দুপুরে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এসব তথ্য জানান। নগর ভবনের বুড়িগঙ্গা হলে ওই সভা অনুষ্ঠিত হয়।

241459918 463891231323585 4341412290968155056 n 1

মেয়র বলেন, ‘নগর সড়কে শৃঙ্খলা আনতে গত এক বছর অক্লান্ত পরিশ্রম করেছি আমরা। বিষয়টি খুবই কঠিন ছিল। এখন লক্ষ্যের কাছে আছি। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত পাইলটিং রুট নির্ধারণ করেছি। এ রুটে নতুন নিয়ম বাস চলাচল করবে।’

তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর এ রুটে বাসে যাতায়াত শুরু হবে। বাসগুলো জয়েন ভেঞ্চারের মাধ্যমে পরিচালিত হবে। পরে পুরো ঢাকায় কয়েকটি কোম্পানির মাধ্যমে চলবে।

নতুন এ রুটে কোনো পুরোনো বাস থাকবে না জানিয়ে মেয়র তাপস বলেন, এখন এ রুটে যেসব বাস চলছে, সেগুলো ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা। বাকিগুলো উঠিয়ে নেওয়া হবে। বহরে নতুন বাস যোগ হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category