শেরপুরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আহত ৩০, পুলিশের আঙুল বিচ্ছিন্ন


Md. Hasib Uddin প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪, ৬:০২ অপরাহ্ন /
শেরপুরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আহত ৩০, পুলিশের আঙুল বিচ্ছিন্ন
Spread the love

শেরপুরে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। এ সময় টিয়ার গ্যাস, ৫০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীর ওপর সাউন্ড গ্রেনেড মারার সময় এক পুলিশ সদস্যের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিন দু পুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খরমপুর মোড় থেকে থানা মোড় পর্যন্ত এ ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল যোগ দিলে ছাত্রলীগসহ পুলিশ কোণঠাসা হয়ে পরে। পরে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ছুড়লে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়।

সাধারণ ছাত্ররা দাবি করেন কোটা ব্যবস্থা নিয়ে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ছাত্রলীগ বিনা উস্কানিতে হামলা করে এ সময় তাদের কমপক্ষে ২৫ জন আহত হয় এদের মধ্যে ১২ জনকে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে তাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে একজনের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।


Spread the love