বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
Headline :
ব্যাংকিং খাতে দুর্নীতি: পাঁচ ব্যাংকের ১২শ কোটি টাকা হাওয়া উচ্চ ফলনশীল ধান চাষে সফলতা : কৃষকের দিন বদল তারেক রহমান আরও এক মামলায় খালাস পেলেন কলকাতায় ডেপুটি হাইকমিশনের বাইরে বিক্ষোভ, বাংলাদেশের কড়া প্রতিবাদ রাঙামাটিতে ধান চাষে নতুন বিপ্লব: উচ্চ ফলনশীল জাতের সাফল্য চিন্ময় কৃষ্ণ দাস ও সনাতনী জোটের আন্দোলনের সাথে ইসকনের সম্পর্ক কী? বিডি সোশ্যাল নিউজের চেয়ারম্যানের অকাল প্রয়াণে গভীর শোক টয়লেটে বেশি সময় কাটানো কি স্বাস্থ্যঝুঁকি বাড়ায়? জানুন সত্যি কথা। সহিংসতার শহর ঢাকা: কেন সংঘাতের আগুন জ্বলছে? গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে: প্রধান উপদেষ্টা

সহিংসতার শহর ঢাকা: কেন সংঘাতের আগুন জ্বলছে?

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা যেন সংঘাত-সহিংসতার শহর!

তিলোত্তমা ঢাকা, এসব উক্তি এখন ছবির ফ্রেমে বাঁধা। যানজটের এ নগর কর্মব্যস্ত মানুষের অনুভূতিতে অস্বস্তির এক নাম। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে সংঘাত, সহিংসতা ও নিরাপত্তাহিনতার ফিরিস্তি। কথা নেই, বলা নেই- হঠাৎ উৎকণ্ঠার ছাপ এসে ভর করেছে নগরবাসীর জীবনে। কখন কোথায় কি ঘটবে তা জানা নেই কারও।
ছোটখাটো ঘটনা নিয়েই তৈরি হচ্ছে সংঘাত কিংবা সহিংসতা। দাবি আদায়ের মতো স্বাভাবিক বিষয় হয়ে উঠছে সহিংস। কোনোভাবেই অস্বাভাবিক এসব ঘটনার লাগাম টেনে ধরা যাচ্ছে না।
৫ আগস্টের পর যেন স্থায়ীভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না ঢাকা। যে কোনো ইস্যু নিয়েই হচ্ছে আন্দোলন। কখনো আনসার, কখনো রিকশাচালক, কখনো গার্মেন্ট শ্রমিক আবার কখনো চাকরিতে ৩৫ বয়স প্রত্যাশীরা রাস্তায় নেমে পড়েছেন। সে ঘটনা রূপ নিচ্ছে সংঘাতে।
ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে মাহবুবুর রহমান মোল্লা কলেজকে ঘিরে রণক্ষেত্র তৈরি হয়েছে যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকা। এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকেও বেশ বেগ পেতে হচ্ছে।
অক্টোবরে এক ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে অন্তত ১৫ জন আহত হন, যার অধিকাংশই ঢাকা কলেজের শিক্ষার্থী। যদিও শিক্ষার্থীরা ঢাকা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কথা কাটাকাটির দাবি করলেও এই ঘটনার নেপথ্যেও ছিল আইডিয়ালের এক মেয়ে শিক্ষার্থীর হেনস্থার বিষয়। এতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ক্যাম্পাসে হামলা চালায়। পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে পাল্টা হামলা করে প্রতিষ্ঠানের সাইনবোর্ড খুলে নিয়ে যায়।
মাত্র একদিন আগে বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, ছড়িয়ে পড়ে আতঙ্ক।
কয়েক দিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও মালিকরা বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায় তারা। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে গণঅবস্থান কর্মসূচি স্থগিত করে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে সহস্রাধিক প্রাণহানির ঘটনা ঘটে।
গত ৫ আগস্ট আন্দোলনের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রচিত হয় এক নতুন বাংলাদেশ। তবে এর কিছু দিন পর থেকে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনের নামে সহিংসতায় জড়িয়ে পড়ছেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Diana Host Ltd