৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম, নোয়াখালী রুটে ট্রেন চলাচল শুরু হয়


Md. Nazrul Islam প্রকাশের সময় : মে ৯, ২০২২, ১২:১০ অপরাহ্ন / ৭৪
৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম, নোয়াখালী রুটে ট্রেন চলাচল শুরু হয়
Spread the love

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ট্রেনের তিনটি লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষে সোমবার দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর ৪টার দিকে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনে একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

কুমিল্লা রেলওয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী (সড়ক) লিয়াকত আলী মজুমদার জানান, সকাল সাড়ে ৯টার দিকে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টার চেষ্টার পর লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে।

দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকুল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে, ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস কুমিল্লা স্টেশনে এবং তূর্ণা নিশীথা এক্সপ্রেস শশীদল স্টেশনে আটকা পড়ে।


Spread the love