৩৪৩ ভোটের ব্যাবধানে কুমিল্লায় নৌকা প্রার্থী রিফাত মেয়র নির্বাচিত


Md. Hasib Uddin প্রকাশের সময় : জুন ১৫, ২০২২, ৪:০৭ অপরাহ্ন / ৯৩
৩৪৩ ভোটের ব্যাবধানে কুমিল্লায় নৌকা প্রার্থী রিফাত মেয়র নির্বাচিত
Spread the love

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নির্বিঘ্ন ভোটের পর ফলাফল ঘোষণা কেন্দ্রে তুমুল উত্তেজনার মধ্যে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে ৩৪৩ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র থেকে শাহেদুন্নবী চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

তবে তার আগে হৈ চৈয়ের মধ্যে কারচুপির সন্দেহের কথা বলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, ১০৫ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট।

বিদায়ী মেয়র সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

তৃতীয় স্থানে থাকা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।


Spread the love