২২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন


Md. Nazrul Islam প্রকাশের সময় : জুন ৫, ২০২২, ৩:২৬ অপরাহ্ন / ১১৭
২২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন
Spread the love

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন লাগার প্রায় ২২ ঘণ্টা হয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফেনী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনটেইনার ডিপোতে কেমিক্যালের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এখনো ঘটনাস্থলে কেমিক্যালের আগুন দাউ দাউ করে জ্বলছে। তবে সেনাবাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। তারা কনটেইনারগুলো সরিয়ে নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সকালে ঘটনাস্থল থেকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন জানিয়েছিলেন, থেমে থেমে বিস্ফোরণ হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে যেতে পারছিলেন না। ফলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।

ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুরো ডিপোতে শত শত কনটেইনার। এর মধ্যে কোনটিতে কেমিক্যালের গ্যালন আছে বা নেই, সেটা বোঝা কঠিন। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নেভানো সম্ভব হচ্ছে না।


Spread the love