হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে খালেদা জিয়া


Md. Hasib Uddin প্রকাশের সময় : জুন ১১, ২০২২, ২:৩১ পূর্বাহ্ন / ৯২
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে খালেদা জিয়া
Spread the love

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

গতকাল শুক্রবার রাত ৩টার পর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয় বলে দলটির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করেন। রাত ২টা ৫৫ মিনিটে তাকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে।

তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা হাসপাতালে ছিলেন বলে জানান শায়রুল কবির খান।

পরে হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল বলেন, হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে।


Spread the love