হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা


Md. Nazrul Islam প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২২, ৬:৪২ অপরাহ্ন / ৭৮
হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
Spread the love

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
লাইব্রেরি অটোমেশন হয়ে গেলে শিক্ষার্থীদের ভোগান্তি কমে যাবে। লাইব্রেরিতে কি কি বই আছে আর কি বই নেই, সেটি ঘরে বসেই স্মার্ট ফোনের মাধ্যমে চেক করতে পারবে শিক্ষার্থীরা।

কর্মশালায় লাইব্রেরিতে কর্মরতসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
রিসোর্স পার্সন ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ড. মোঃ আনোয়ারুল ইসলাম এবং ইলেক্ট্রোহোম এর ডিরেক্টর মিথুন মোদক।লাইব্রেরি অটোমেশন বাস্তবায়ন কমিটির আহবায়ক এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. এ টি এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, লাইব্রেরিয়ান প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, সিএসই অনুষদের ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম, ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ আব্দুর রউফ বিন আবেদিন প্রমুখ।


Spread the love