হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রডিউসারের ক্ষতবিক্ষত লাশ


Md. Hasib Uddin প্রকাশের সময় : জুন ৮, ২০২২, ৫:৪৪ পূর্বাহ্ন / ১১৬
হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রডিউসারের ক্ষতবিক্ষত লাশ
Spread the love

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রডিউসার আবদুল বারির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে পুলিশ প্লাজার উল্টোদিকে তার লাশ পাওয়া যায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আবদুল বারির দেহে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডিবিসি নিউজের বার্তাকক্ষ সম্পাদক অমিতাভ রহমান জানান, মরদেহের পাশ থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।


Spread the love