বিএসএন নিউজ ডেস্ক: কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গত বছরে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে ঘর বেঁধেছেন। বিয়ের আগেই ন্যান্সি তার স্বামীর লেখা ‘ভাবিনি এমন করে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন বলে জানান। এ ছাড়া আরো একটি গান প্রচারের অপেক্ষায় আছে। একই সঙ্গে মেহিদীর লেখা নতুন একটি গানও করছেন।
ন্যান্সি বলেন, ‘সংসারজীবনে ও সংগীতজীবনে (উনার লেখা, আমার কণ্ঠ) যুগলবন্দি হয়েছি আগেই। তাই ভাবলাম এবার সহকণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করলে মন্দ কী! বাংলা চলচ্চিত্রের দারুণ জনপ্রিয় একটি গানে দুজন কণ্ঠ দিয়েছি। গানটির শিরোনাম আপাতত অজানা থাকুক। কারণ আমি চাই আমার মতো সবাই আমাদের ডুয়েট গানটি শীঘ্রই প্রকাশের জন্য অপেক্ষায় থাকুক। ’
আপনার মতামত লিখুন :