স্ত্রীকে একে-৪৭ রাইফেল উপহার!


Md. Hasib Uddin প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৩, ৫:৫৮ পূর্বাহ্ন / ৭০
স্ত্রীকে একে-৪৭ রাইফেল উপহার!
Spread the love

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে কী উপহার দেবেন, এটা নিয়ে ভাবনা থাকতেই পারে। কারণ উপহার দিতে গিয়ে হিমশিম খেতে হয় অনেককে। এরপরও মানুষ নানা উপহার দিয়ে থাকে। তবে রাইফেল উপহার দেওয়ার কথা হয়তো আপনার মাথায় আসবে না।

সবাইকে আবাক করে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা রিয়াজুল হক স্ত্রীকে একে-৪৭ রাইফেল উপহার দিয়েছেন, যা এখন আলোচনার খোরাক। সেই সঙ্গে রাজ্যজুড়ে চলছে বিতর্ক। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে রিয়াজুল তার স্ত্রীকে রাইফেলটি উপহার দেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গত সোমবার রিয়াজুল হক তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, সাবিনা একটি একে-৪৭ রাইফেল হাতে ধরে আছেন। এরপরই শুরু হয় সমালোচনা।

সমালোচনার মুখে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবিটি সরিয়ে নেন রিয়াজুল। তার দাবি, স্ত্রীর হাতে থাকা রাইফেলটি সত্যিকারের নয়, এটি একটি খেলনা।

রিয়াজুল হক বলেন, ‘আমার স্ত্রীর হাতে একটি খেলনা বন্দুক ছিল। এখানে অবৈধ কিছু ঘটেনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।’


Spread the love