স্কুলে হবে এক শিফট, জানুয়ারিতে বই নিয়ে অনিশ্চয়তা


Md. Hasib Uddin প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২২, ৬:২৩ পূর্বাহ্ন / ২২৪
স্কুলে হবে এক শিফট, জানুয়ারিতে বই নিয়ে অনিশ্চয়তা
Spread the love

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী বছর থেকে ক্লাস হবে এক শিফটে৷ আর এটা করতে গিয়ে শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে৷ প্রয়োজন হবে অবকাঠামোর উন্নয়ন৷

অন্যদিকে, বিনামূল্যে বই ছাপানো নিয়ে জটিলতা চলছে৷ তাই নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷

বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন দুই শিফট চালু আছে৷ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেনি৷ আর দুপুর থেকে বিকেল পর্যন্ত তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়৷ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘এক শিফট করতে গিয়ে অবকাঠামোর সমন্বয় করা হবে৷ আর এটা করতে গিয়ে কোনো স্কুল বন্ধ করা হবে না৷ কোনো শিক্ষক চাকরিও হারাবেন না৷ এই প্রক্রিয়ায়ার প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে৷”

জানা গেছে, জানুয়ারি মাস থেকেই স্কুলগুলো এক শিফটে চলে যাবে৷ একবারে সম্ভব না হলে পর্যায়ক্রমে এটা করা হবে৷ বাংলাদেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৬টি৷ এই সব স্কুলের মধ্যে এক রুম থেকে তিন রুমের অনেক স্কুল আছে৷ সেখানে শিফটের কোনো বিকল্প নাই৷ আবার ২০১০ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকও শুরু হয়েছে৷ আগামী বছর থেকে সব সরকারি স্কুলেই প্রাক-প্রাথমিক চালু হবে৷

প্রাক-প্রাথমিকের শিক্ষকেরা আলাদা এবং তাদের নিয়োগও আলাদা৷ সেক্ষেত্রে কীভাবে এক শিফটে সামাল দেয়া হবে?

এক্ষেত্রে মন্ত্রণালয়ের পরিকল্পনা হলো, একই এলাকায় পাশাপাশি স্কুলগুলোকে এক করে ফেলা৷ যেমন পুরান ঢাকার লালচান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এক রুমের৷ সেখানে শিক্ষার্থৗও নেই বললেই চলে৷ আবার পাশের গোয়ালঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বড় এবং ছাত্র-ছাত্রী অনেক৷ এই দুইটি স্কুল এক করা হবে এবং এক শিফটে সকাল থেকে দুপুর ক্লাস নেয়া হবে৷

ঢাকার বিহারী ক্যাম্প এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাদিয়া ইসলামের এক শিফট ও দুই শিফট উভয় ধরনের স্কুলে পড়ানোর অভিজ্ঞতা আছে৷ তিনি বলেন, ‘‘এখনো দেশে অনেক স্কুলে এক শিফট চালু আছে৷ এটা নির্ভর করছে স্কুলের অবকাঠামো ও শিক্ষকের সংখ্যার ওপর৷”

তার কথা, ‘‘এখন প্রি-প্রাইমারিসহ প্রাথমিকে মোট ছয়টি শ্রেণি আছে৷ আবার তৃতীয় শ্রেণি খেকে সাবজেক্ট বাড়তে থাকে৷ প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে তিনটি করে বিষয় পড়ানো হয়৷ তৃতীয় থেকে পঞ্চম ছয়টি বিষয়৷ ফলে শিক্ষক এবং অবকাঠামোর যা অবস্থা তাতে শিক্ষক বাড়াতে হবে৷ অবকাঠামোও বাড়াতে হবে৷ নয়তো এক শিফট অনেক কঠিন হয়ে পড়বে৷”

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামসুদ্দিন বলেন, ‘‘আগামী বছর থেকে সব স্কুলেই প্রি-প্রাইমারি চালু হবে এবং দুইটি ক্লাস হবে৷ সে কারণে যেসব স্কুলের এখন ছয়টি শ্রেণি কক্ষ আছে তাদের সাতটি শ্রেণি কক্ষ লাগবে৷ শিক্ষকও বেশি লাগবে৷ প্রি-প্রাইমারির শিক্ষকরা ওই ক্লাসের জন্যই নির্ধারিত৷ স্কুলগুলোতে একজনের বেশি প্রি-প্রাইমারি শিক্ষক নেই৷”

তার কথা, ‘‘যদি অবকাঠামো বাড়ানো যায় এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়া যায় তাহলে এক শিফটই ভালো৷ আমাদের শিক্ষকদের জন্যও ভালো৷ এখন তো আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত স্কুলে থাকতে হয়৷”

তিনি জানান, ‘‘সরকার অবশ্য আগামী বছর ৪৫ হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে যাচ্ছে৷”

আর এক শিফট চালু হলে কোনো শিক্ষকের চাকরি চলে যাওয়ার আশঙ্কার কথা ঠিক নয়, বরং শিক্ষক আরো বেশি লাগবে বলে জানান তিনি৷

বই সংকট:

বাংলাদেশে ১ জানুয়ারি প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেয়া হয়৷ এজন্য মোট ৩৫ কোটি বই লাগে৷ তার মধ্যে মাধ্যমিকের বই দেরিতে হলেও ছাপা শুরু হয়েছে৷ কিন্তু প্রাথমিকের বই এখনো ছাপা শুরু হয়নি৷ প্রাথমিকের মোট বই ১২ কোটি৷

জানা গেছে, মাধ্যমিকের এপর্যন্ত দুই কোটি বই ছাপা হয়েছে৷ আবার নতুন বছরে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের বই দেয়ার কথা৷ ওই দুই শ্রেণির বই এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে৷

নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি৷ বই ছাপার পর তা আবার বিতরণের জন্য পাঠাতে হয়৷ সেটাও এক মাসের কাজ৷ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে ওয়ার্ক অর্ডারে দেরি হওয়া, লোডশেডিং এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ কোনো কোনো প্রকাশক আংশিক বা পুরো অর্ডার এখন ফিরিয়ে দিতে চাইছেন৷

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘‘আপনি নিশ্চিত থাকেন এবার আমরা ঠিক সময়ে বই দিতে পারছিনা৷ এটা কোনোভাবেই সম্ভব নয়৷ কারণ টেন্ডার ছয় মাস আগে হলেও আমাদের ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে এক মাস আগে৷ ডলারের দাম বেড়েছে৷ কাগজ পাওয়া যাচ্ছে না৷ লোডশেডিং এসব কারণে আমরা বই ছাপতে পারছি না৷ হয়তো ৮০ ভাগ ছাপতে পারবো৷ তাতে তো আর জানুয়ারির ১ তারিখে বই পাবে না৷”

তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, ‘‘প্রতিবারই শেষ সময়ে প্রকাশকেরা কিছু সুবিধা নেয়ার জন্য চাপ সৃষ্টি করে৷ এবারও তারা তাই করছে৷ তারা নানা অজুহাতে ছাপার দর টেন্ডারের অতিরিক্ত বাড়িয়ে নিতে চাইছে৷ কিন্তু আমরা অনঢ়৷ তাদের তো অন্য সুবিধা দিই৷ প্রেসে যাতে লোডশেডিং না হয় তার ব্যবস্থা করেছি৷ পরিবহণ ও ফেরির সুবিধা দিচ্ছি৷”

তার কথা, ‘‘প্রকাশকরা যাই বলুক শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারি বই যাবে৷ আশঙ্কার কোনো কারণ নেই৷”  এবার বই ছাপার দায়িত্ব পেয়েছে ১০৫টি মুদ্রণ প্রতিষ্ঠান৷

সুত্র: ডয়চে ভেলে


Spread the love