ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সোনালী ব্যাংক লিমিটেড আজ ৬ অক্টোবর সোনালী ব্যাংক লিমিটেড, রাজশাহী ক্যাডেট কলেজ শাখা এর তত্বাবধানে পরিচালিত সোনালী এজেন্ট ব্যাংকিং, চৌমুহনী বাজার আউটলেট, কাটাখালী, রাজশাহী এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান, জিএম, জনাব মীর হাসান মোহাঃ জাহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ মোঃ তৌহিদুল হক ডিজিএম, প্রিন্সিপাল অফিস সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহী এর বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী-এর ডিজিএম, মোঃ শাহাদাত হোসেন। জনাব মোঃ আরিফুল ইসলাম (মাখন) ০১নং ইউসুফপুর ইউনিয়ন, চারঘাট, রাজশাহী-এর চেয়ারম্যান। ০১ নং ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগ, চারঘাট, রাজশাহী-এর সভাপতি, জনাব মোঃ মনিরুজ্জামান কায়কো এবং সাধারণ সম্পাদক, মোঃ দুলাল সরকার, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল করিম (জাহিদ), সভাপতি বনিক সমিতি, চৌমুহনী বাজার, কাটাখালী, রাজশাহী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মিন্টু কুমার সরকার, ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, রাজশাহী ক্যাডেট কলেজ শাখা, রাজশাহী।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ তাদের এলাকায় সোনালী এজেন্ট ব্যাংকিং-চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং সোনালী এজেন্ট ব্যাংকিং-এর চৌমুহনী বাজার আউটলেটটি চালু করায় তাদের দীর্ঘদিনের চাহিদা পূর্ণ হওয়ার জন্য সোনালী ব্যাংক লিমিটেড-এর কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই বিষয়ে সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহী ক্যাডেট কলেজ শাখার ম্যানেজার মিন্টু কুমার সরকার বিডি সোশ্যাল নিউজকে বলেন দীর্ঘদিন ধরে মানুষের আকাঙ্খা ছিল এখানে একটি সোনালী এজেন্ট ব্যাংকিং-চালু হওয়ার। সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহী ক্যাডেট কলেজ শাখা সোনালী এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধনের মধ্য দিয়ে এই এলাকার মানুষের সেই আকাঙ্খা পুরন হলো।
আপনার মতামত লিখুন :