দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কৃষি ও কৃষকের জন্য দারুণ সুখবর হয়ে আসছে পদ্মা সেতুর উদ্বোধন। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধন করার সঙ্গে সঙ্গে অমিত সম্ভাবনার দুয়ার খুলে যাবে ওই অঞ্চলের কৃষকের। কৃষক তার কষ্টে উপার্জিত সবজি ও ফসল দ্রুত আনতে পারবেন রাজধানীতে; পাবেন উপযুক্ত মূল্য।
পদ্মা সেতুর মাধ্যমে একদিকে যেমন দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি যোগসূত্র তৈরি হবে, ঠিক তেমনি এ সেতু ঘিরে দক্ষিণাঞ্চলে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। এর মাধ্যমে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে। তবে সেতু চালু হওয়ার ফলে সবচেয়ে বেশি সুবিধা হবে ওই অঞ্চলের কৃষিপণ্যের বাজারজাতকরণে। দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট যেমন ঘুচবে সেই সঙ্গে পাল্টে যাবে তাদের অর্থনৈতিক জীবন।এতদিন এ অঞ্চলের কৃষক তার সবজি ঢাকায় সরাসরি খুব একটা পাঠাতে পারতেন না। মধ্যস্বত্বভোগী আর ফড়িয়ারা তাদের উৎপাদিত ফসল কম মূল্যে কিনে নিত। এর কারণ ছিল ঢাকায় পণ্য পৌঁছানোর দীর্ঘ ধকল আর ফেরি ঘাটের ভোগান্তি। সেতু হওয়ার ফলে এখন দক্ষিণ-পশ্চিমের কৃষক চাইলে সরাসরি ঢাকায় এনে তার সবজি বিক্রি করতে পারবেন।
আপনার মতামত লিখুন :