সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি


Md. Nazrul Islam প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২২, ২:৪৪ অপরাহ্ন / ৮৭
সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি
Spread the love

পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে গত চার দিন যাবত যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত হয়েছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৩৮ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৯ সে.মি নীচ দিয়ে এবং কাজিপুর পয়েন্টে ৪২ সেমি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৬ সে.মি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হয়ে পড়েছে। এর আগে পানি কমায় যে সকল নিম্নভূমিতে শাকসবজি রোপন করা হয়েছিল তা নষ্ট হয়ে যাচ্ছে। আমন ধান রোপনের মৌসুমে পানি বাড়ায় ধান আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা করছে কৃষকরা। অন্যদিকে পানি বাড়ায় যমুনার অরক্ষিত অঞ্চলে ভাঙ্গন শুরু হয়েছে।ইতোমধ্যে এনায়েতপুরে ভাঙ্গনে বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলী হয়ে যাচ্ছে। কাজীপুর উপজেলার তেকানী ইউনিয়নে কয়েকদিন বিস্তৃর্ন অঞ্চল ভেঙ্গে আবাদী জমিসহ বসতবাড়ী নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে যমুনায় পানি বাড়তে শুরু করেছে। তবে বন্যার কোনো আশংকা নেই।


Spread the love