সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া, বিপদে পড়ার শঙ্কায় জার্মানি


Md. Hasib Uddin প্রকাশের সময় : জুন ২৪, ২০২২, ১:৪৯ অপরাহ্ন / ৭৮
সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া, বিপদে পড়ার শঙ্কায় জার্মানি
Spread the love

অনলাইন ডেস্ক:

প্রযুক্তিগত সমস্যার কথা বলে জার্মানিতে গ্যাস সরবরাহের পরিমাণ কমিয়ে দিয়েছে রাশিয়া।

আর রাশিয়া যদি সরবরাহের পরিমাণ না বাড়ায় তাহলে জার্মানি গ্যাস সংকটে পড়বে এবং তাদের শিল্প কল-কারখানা বন্ধ হয়ে যাবে।

গ্যাসের সরবরাহ না বাড়ানো হলে জার্মানি বড় বিপদে পড়ে যাবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী রবার্ট হেবেক।

জার্মান একটি গণমাধ্যমকে জ্বালানি মন্ত্রী রবার্ট হেবেক বলেন, কোম্পানিগুলোকে উৎপাদন বন্ধ করে দিতে হবে, শ্রমিক ছাঁটাই করতে হবে, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে, জ্বালানির বিল দিতে মানুষ ঋণগ্রস্ত হয়ে যাবে, মানুষ আরও গরীব হয়ে যাবে।

জ্বালানি মন্ত্রী দাবি করেন, পুতিনের কৌশল হলো জার্মানিকে বিভক্ত করা।

জ্বালানির দাম বেড়ে গেলে সাধারণ মানুষ ভাবতে শুরু করবে তাদের কথা ভাবা হচ্ছে না। পুতিনের কৌশলই এটি বলে দাবি করেন মন্ত্রী রবার্ট হেবেক।

তবে রুশ প্রেসিডেন্টের এ কৌশল সফল হতে দেবেন না বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, গ্যাস সংকটের কারণে কোম্পানি ও সাধারণ মানুষকে কিছু ছাড় দেওয়া হবে। কিন্তু এর মাধ্যমে সব সমস্যার সমাধান হবে না।

সূত্র: আল জাজিরা


Spread the love