সদর সমর্থকদের ৭২ ঘণ্টার মধ্যে সংসদ ভবন ছাড়ার আহ্বান


Md. Nazrul Islam প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২২, ২:৪৬ অপরাহ্ন / ৭৮
সদর সমর্থকদের ৭২ ঘণ্টার মধ্যে সংসদ ভবন ছাড়ার আহ্বান
Spread the love

ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের অনুসারীদের সংসদভবন ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। গত শনিবার তারা দেশটির সংসদের ভেতর অবস্থান নেন।

বুধবার এক টুইটবার্তায় আল সদরের ঘনিষ্ঠ মোহাম্মদ সালেহ আল ইরাকি সমর্থকদের ৭২ ঘণ্টার মধ্যে রাজধানীতে অবস্থিত সংসদ ভবন ছাড়ার আহ্বান জানান। সমর্থকদের তিনি সংসদ ভবনের সামনে এবং আশেপাশে তাঁবু গড়ার নির্দেশনা দেন।

টুইটবার্তায় তিনি আরও বলেন, এই সমাবেশের উদ্দেশ্য খুবই তাৎপর্যপূর্ণ। এটা আমাদের দাবিকে দৃঢ় করবে।

 

আল জাজিরার খবরে বলা হয়েছে, আল ইরাকির এই আহ্বানের অর্থ– প্রতিবাদকারীদের সংসদের প্রধান চেম্বার এবং সম্মেলন কক্ষ ত্যাগ করতে বলা হলেও গ্রিনজোনের মধ্যে থাকতে বলা হয়েছে। এই গ্রিনজোনে গুরুত্বপূর্ণ সরকারি অফিস এবং বিদেশি মিশনগুলো অবস্থিত।


Spread the love