শেষ পর্যন্ত মারাই গেল সেই আয়ান


Md. Hasib Uddin প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ৮:৩০ পূর্বাহ্ন / ৪১
শেষ পর্যন্ত মারাই গেল সেই আয়ান
Spread the love

অবশেষে মারাই গেল সেই আয়ান। রোববার দিবাগত রাতে আয়ানকে মৃত ঘোষণা করা হয়েছে। সুন্নতে খাতনা করতে গিয়ে জীবনটাই গেল ৫ বছরের আয়ানের। গত ৩১ ডিসেম্বর অভিভাবকদের অনুমতি ছাড়াই ৫ বছরের আয়ানকে ফুল এ্যানেসথিসিয়া (জেনারেল) দিয়ে সুন্নতে খাতনা (মুসলমানী) করিয়েছে সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।

সেন্স না আসায় পরে সেখান থেকে পাঠানো হয় গুলশান-২ ইউনাইটেড হাসপাতালে।  সেখানে পিআইসিইউতে লাইভ সাপোর্টে রেখে  ৮ দিন পর রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আয়ানকে মৃত ঘোষণা করা হয়েছে।

আয়ানের মৃত্যুতে শোকাভিভূত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, টার্গেট করেই নির্বাচনের দিনটিকে হাসপাতাল কর্তৃপক্ষ বেছে নিয়েছে, যাতে এ সময় মৃত্যুর ঘোষণা দিলে গণমাধ্যমে বিষয়টি নিয়ে কম প্রচার পায়।

গত ৩১ ডিসেম্বরের ওই ঘটনার পর থেকে শিশুটির আর সেন্স ফেরেনি। অভিযোগ জানানো আয়ানের পরিবার এ ব্যাপারে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে।


Spread the love