রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের ১ম ব্যাচ থেকে ৪৭তম ব্যাচের (১৯৭৫-২০২১) সকল শিক্ষার্থীকে নিয়ে একটি মহতী পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। আগামী ১৮ই এপ্রিল, ২০২৫, রাজশাহী কলেজ প্রাঙ্গণে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
পুনর্মিলনী আয়োজনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার। যুগ্ম আহ্বায়ক মো: আজমত আলী, সদস্য সচিব-১ আখতার বানু বিনা, সদস্য সচিব-২ মো: শাহাবুদ্দিন, এবং কোষাধ্যক্ষ ডি এম হাফিজুর রহমান। বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের নিয়ে একটি ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে যার প্রধান হলেন প্রফেসর পার্থ সারথি বিশ্বাস।
এই মিলনমেলায় অংশগ্রহণকারীরা দীর্ঘদিন পর তাদের প্রিয় প্রাঙ্গণে ফিরে আসার সুযোগ পাবেন। পুরোনো বন্ধু ও সহপাঠীদের সাথে স্মৃতি চারণ, আড্ডা, এবং আনন্দঘন পরিবেশে দিনটি উপভোগ করার সুযোগ মিলবে।
বর্তমানে মনোবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স মিলিয়ে প্রায় ৯০০ শিক্ষার্থী অধ্যয়নরত। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ৪টি ক্লাসরুম, ২টি গবেষণাগার, একটি সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি, এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পাঠদান চলছে।
বিভাগটির শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি পিসিআরসি ক্লাব, কাউন্সেলিং সেন্টার, এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীরা সহপাঠ্যক্রমিক কার্যক্রম, সাংস্কৃতিক প্রতিযোগিতা, এবং খেলাধুলায় বিশেষ কৃতিত্ব অর্জন করে চলেছে।
পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি:
রেজিস্ট্রেশন চলবে ১৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। পেমেন্ট Bank/Bkash/Nagad/Rocket এর মাধ্যমে সম্পন্ন করা যাবে।
এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে এবং অংশগ্রহণ নিশ্চিত করতে যোগাযোগ করুন:
মফিদুল ইসলাম (মোবাইল: ০১৭০১০৭২০৯৫, WhatsApp সমর্থিত)।
“প্রাণের টানে, এসো মিলি প্রিয় প্রাঙ্গণে”—এই স্লোগানে প্রথমবারের মতো মনোবিজ্ঞান বিভাগের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী স্মৃতি চারণের মঞ্চ হবে।
এই বার কোড স্ক্যান করে ফরম ফিলআপ করুন: