শনিবার রাত ৯টা ৭মিনিট। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আরমান আলী তার নিজ কার্যালয়ে একটি সালিশি বৈঠক করছিলেন। ওই সময় তার কার্যালয়ে প্রবেশ করেন সাংবাদিক মো: ফায়সাল হোসেন। তাকে দেখা মাত্রই কাউন্সিলর রেগে যান। বলেন, সাংবাদিক কেন এখানে? এসময় কাউন্সিলর অশ্লীল ভাষা ব্যবহার করে বলেন, সাংবাদিক নিউজ করে আমার (ওইটা) ছিড়ে নিবে। সাংবাদিক টাইম নাই। তিনি ফায়সালকে
বলেন, সাংবাদিক গিরি…মারাচ্ছো। তুই কথা বলা জানিস? তুই কি…(মুদ্রণ অযোগ্য শব্দ ব্যবহার করেন) লিখবি বে? এটা কি…(মুদ্রণ অযোগ্য শব্দ ব্যবহার করেন)। আমি কিন্তু কোন সাংবাদিক ভয় পাই না। যা ইচ্ছা তাই লিখুক। প্রকাশ্যে তার এমন আচরণে লজ্জায় সেখাান থেকে প্রস্থান করেন ফায়সাল। সাংবাদিক মো: ফায়সাল হোসেন বলেন, আমি মহানগরীর বোয়ালিয়া থানার হাদির মোড় (রাসিক) ২৪নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাউন্সিরলের কার্যালয়ে যাই। সেখানে একটি অনৈতিক ঘটনার সালিশ করছেন কাউন্সিলর আরমান আলি। এসময় আমাকে দেখা মাত্রই কাউন্সিলর আমার সাথে চরম দুর্ব্যবহার ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। আমি কাউন্সিলরের এই রকম ব্যবহারে হতভম্ব হয়ে পড়ি। বলি কাকা আমি একই ওয়ার্ডের লোক।
তিনি আরও বলেন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা প্রাথমিকের গন্ডি পেরোয়নি। তার অতীত পুরো রাজশাহী শহর জানে। তিনি কোন অধিকারে আমাকে অযৌক্তিক ও অন্যায়ভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন তা আমার বোধগম্য নয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, তার বিতর্কিত
খামখেয়ালিপনা ও দায়িত্বহীন কর্মকান্ডে ২৪নং ওয়ার্ডবাসী বিব্রত। এছাড়াও ওয়ার্ডের বাসিন্দাদের সাথে ক্ষমতার অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন, অশ্লীল ভাষায় গালিগালাজ তার নিত্যদিনের ঘটনা। ভাবখানা এমন ২৪ নং ওয়ার্ড স্বদেশের মধ্যে ভিন্ন একটি দেশ এবং সেই দেশের প্রধানমন্ত্রী কাউন্সিলর আরমান আলী।
এ ব্যাপারে কাউন্সিলর আরমান আলীর কোন বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :