সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা চলাকালে ডিজিটাল ডিভাইস ব্যবহার সংক্রান্ত অভিযোগে রাজবাড়ীতে ১৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ডিজিটাল ডিভাইস। অপরদিকে কিশোরগঞ্জে একই অভিযোগে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার দেশের ২৯টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকা থেকে সকাল সাড়ে ১১টার দিকে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে ১৩ জনকে আকট করা হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোন সেট, মডেম, মাস্টার কার্ড লেখা সংবলিত একটি ডিভাইস।
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা রাজবাড়ী ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত করে নিয়মিত মামলা দায়ের করা হবে।
আপনার মতামত লিখুন :