যশোরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে


Md. Nazrul Islam প্রকাশের সময় : মে ৩০, ২০২২, ২:৫০ অপরাহ্ন / ৭৮
যশোরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে
Spread the love

যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- হারুনের মেয়ে তমা, কামরুলের মেয়ে সুমাইয়া খাতুন ও একই গ্রামের সাইফ মোল্লার ছেলে হোসেন মোল্লা। তাদের বয়স 10 বছরের কম। তিন শিশুর অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের স্বজনদের মধ্যে কান্না বিরাজ করছে।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, শিশুরা ঘর থেকে খেলতে বের হয়। পরে কোথাও তাদের সন্ধান না পেয়ে পুকুর পাড়ে জুতা পড়ে থাকতে দেখে স্বজনরা পুকুরে খোঁজ করে। প্রথমে পুকুরে একজনের লাশ পাওয়া যায়। পরে আরও দুজনকে পাওয়া যায়। তাদের যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


Spread the love