মোজাম্মেল হক ডিআই‌জি প‌দে পদোন্ন‌তি পাওয়ায় বিডি সোশ্যাল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা


Md. Hasib Uddin প্রকাশের সময় : মে ১৩, ২০২২, ৬:২৩ অপরাহ্ন / ৩১০
মোজাম্মেল হক ডিআই‌জি প‌দে পদোন্ন‌তি পাওয়ায় বিডি সোশ্যাল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা
Spread the love

পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি), গ্রেড-৩ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মোজাম্মেল হক ডিআই‌জি প‌দে পদোন্ন‌তি পাওয়ায় বিডি সোশ্যাল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা।

বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে একজন হলেন- র‍্যাবের পরিচালক মো. মোজাম্মেল হক।

জনাব মোজাম্মেল হকরংপুর ও রাজশাহী বিভাগের শীর্ষ জঙ্গি নেতাসহ মোট ৩৩ জন দুর্ধর্ষ জঙ্গি গ্রেফতার করে বাংলাদেশে পুলিশ সর্বোচ্চ পদক বিপিএম (সাহসিকতা) পেয়েছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি ও র‌্যাব-১৩ এবং বর্তমানে র‌্যাব-১৪ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পাবনার চাটমোহরের কৃতি সন্তান মো. মোজাম্মেল হক।

বিপিএম সেবা ও পিপিএম সেবা পদক  ছাড়াও তিনি দেশের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সরকার প্রবর্তিত ডিজিটাল অ্যাওয়ার্ড পদক লাভ করেন। ২০১৪ সালে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন গঠনের পর এবার সামগ্রিকভাবে ১৪টি ব্যাটালিয়নের মধ্যে র‌্যাব-১৩ তৃতীয় হয়েছে।

র‌্যাব-১৩ অধীনস্থ দুটি বিভাগের জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেয়া হয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, রংপুরের ও রাজশাহী বিভাগের জেএমবির সমন্বয়ক আব্দুর রহমান ও সামরিক কমান্ডার রাহাত এবং ওই এলাকার আনসার উল্লাহ বাংলা টিমের আমির লাল মিয়াকে গ্রেফতার করা হয় মোজাম্মেল হকের নেতৃত্বে।

উল্লেখ্য, ২০১০ সালের ২০ অক্টোবর মোজাম্মেল হক পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করে জয়পুরহাট জেলায় যোগদান করেন। এরপর ২০১২ সালের ২৭ জানুয়ারি তিনি বগুড়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

তিনি ২০১৫ সালের ৩ জুন তারিখে নওগাঁয় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর গণমুখী পুলিশি ব্যবস্থা গ্রহণ করে জেলার মাদক,সন্ত্রাস নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

 

 


Spread the love