লিওনেল মেসির রেকর্ড গোলের সুবাদে লিগ ওয়ানে লঁসকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিল পিএসজি। ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা শিরোপা প্রত্যাশি লঁসকে ৯ পয়েন্ট পিছিয়ে দিল ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা।
শনিবার রাতে ঘরের মাঠে পার্ক দেস প্রিন্সেসে খেলতে নামে পিএসজি। তবে ম্যাচের শুরুতে লঁস ১০ জনের দলে পরিণত হওয়ায় সুযোগ ভালোভাবে কাজে লাগায় পিএসজি। কিলিয়ান এমবাপে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ভিতিনিয়া ও লিওনেল মেসি। সফরকারীদের একমাত্র গোলটি করেন শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি।
গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে বসেছেন মেসি। বর্তমানে দুজনেরই গোল সংখ্যা ৪৯৫টি করে। তবে রোনালদো ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে গত জানুয়ারিতে সৌদি আরবে পাড়ি জমান, তাই তাকে ছাড়িয়ে যাওয়া মেসির জন্য এখন স্রেফ সময়ের ব্যাপার।
লিগে ৩১ ম্যাচে ২৩ জয় ও ৩ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লঁস।
আপনার মতামত লিখুন :