মুশফিকুর রহিম: টেস্ট রানের মাইলফলক আর শতক হাঁকানোর দিনে বাংলাদেশি এই ক্রিকেটারের ‘বিদায়’ ইস্যুতে সামাজিক মাধ্যমে যা লিখলেন তার স্ত্রী


Md. Nazrul Islam প্রকাশের সময় : মে ১৮, ২০২২, ৩:৪৪ অপরাহ্ন / ৮৯
মুশফিকুর রহিম: টেস্ট রানের মাইলফলক আর শতক হাঁকানোর দিনে বাংলাদেশি এই ক্রিকেটারের ‘বিদায়’ ইস্যুতে সামাজিক মাধ্যমে যা লিখলেন তার স্ত্রী
Spread the love

মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে আজ ছুঁয়েছেন পাঁচ হাজার রানের মাইলফলক।

একই দিনে তিনি তুলে নিয়েছেন অষ্টম টেস্ট সেঞ্চুরি।

প্রায় ২ বছর ও ১৮টি টেস্ট ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক।

ঠিক তার পরপরই মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল মন্ডি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মুশফিকুরকে অভিনন্দন জানিয়ে দুটি ছবি পোস্ট করেন যেখানে তিনি লেখেন, “আমরা হাসিমুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ।”

“তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো?? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।”

দিনশেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিকুর রহিম সেখানে তিনি বলেন, “আমি এখনো দেখিনি কী বলেছে। দেখলে বলতে পারবো।”

এমন একটা সময়ে মুশফিকের পরিবার থেকে এই বার্তা এল যার কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় ব্যক্তিরা টিম ম্যানেজমেন্টের সাথে একটি বৈঠক করে, যেখান থেকে বেরিয়ে গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছিলেন, “সিনিয়র ক্রিকেটারদের উচিৎ নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা।”

সেদিন তিনি মুশফিকুর রহিমের কথা আলাদাভাবে উল্লেখ করে বলেন, “মুশফিক এখনো খেলছে। কিন্তু ওর চিন্তা ভাবনা জানা যাবে। ও কী ভাবছে, আমরা জানতে পারবো।”


Spread the love