মুমিনুল ফিরবেন কবে?


Md. Nazrul Islam প্রকাশের সময় : মে ১৭, ২০২২, ৪:৪৬ অপরাহ্ন / ৭৭
মুমিনুল ফিরবেন কবে?
Spread the love

সাগরিকায় ব্যাটিং সহায়ক উইকেটে রানে ফিরবেন মুমিনুল হক, এমনটাই আশা করা হচ্ছিল। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও আশায় বুক বেঁধেছিলেন। এমনিতেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মুমিনুলের জন্য পয়মন্ত। নিজের ১১ সেঞ্চুরির ৯টিই পেয়েছেন এখানে। ‘লাকি’ ভেন্যুর পাশাপাশি ব্যাটিংবান্ধব উইকেট হলেও ব্যর্থ হলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

‘কনকাশন-সাব’ হিসেবে নামা কাসুন রাজিথার অফ স্টাম্পে করা বল লাইন মিস করে বোল্ড হন মুমিনুল। তাতেই ২ রান নিয়ে সাজঘরে ফিরে নিজের পয়মন্ত ভেন্যুতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলেন বাঁহাতি ব্যাটার। চট্টগ্রাম টেস্ট শুরুর দুই দিন আগে স্থানীয় নেট বোলারদের স্পিন ঠিকঠাক খেলতে পারেননি মুমিনুল! তবে মাঠের লড়াই তো আলাদা, আশা ছিল ম্যাচে হয়তো অস্বস্তি কাটিয়ে উঠবেন তিনি। কিন্তু ম্যাচেও সেই একই পরিণতি, নেটের মতো মাঠের খেলায়ও ব্যর্থ।টেস্টের দুদিন আগে জহুর আহমেদের প্রেসবক্স প্রান্তের নেটে স্থানীয় এক অফ স্পিনারের বিপক্ষে খেলতে নেমে ব্যাটে বল লাগাতেই পারছিলেন মুমিনুল। অনুশীলনে ওই অফ স্পিনারের এক ওভারের চারটি বলেই লাইন মিস করেন বাঁহাতি ব্যাটার। আগে, পরে তো আরও করেছেন। ভাগ্য ভালো নেট সেশনের বলগুলো অফ স্টাম্পের বাইরে ছিল। ফলে বোল্ড হতে হয়নি। কিন্তু ম্যাচে রাজিথার বলে ক্লিন বোল্ড তিনি।


Spread the love