মুন্সিগঞ্জে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা


Md. Nazrul Islam প্রকাশের সময় : মে ২৬, ২০২২, ৩:০১ অপরাহ্ন / ৮৬
মুন্সিগঞ্জে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা
Spread the love

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ২ দোকান থেকে মজুদ করা ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মজুদ তেলের বোতল খুলে খোলা বাজারে বেশি দামে বিক্রির অপরাধে সেলিম স্টোরকে ৫০ হাজার টাকা ও সায়েদ স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিদ আল আজাদ ও শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব আহমেদ এ জরিমানা করেন।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আসিদ আল আজাদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সেলিম স্টোর ও সায়েদ স্টোরের মালিক পুরোনো দামে তেল বিক্রি না করে মজুদ করে রেখেছিলেন। এসব তেল গত বছরের নভেম্বর মাস থেকে মজুদ করা হচ্ছিল। এই তেল তারা আগামী ১ বছরেও বিক্রি করতে পারবে না।’

তিনি জানান, ১৯০ টাকা লিটার প্রতি সয়াবিন তেল ৩০ টাকা বেশি দামে বিক্রি করছিল বিক্রেতারা। এ সময় সেলিম স্টোর থেকে প্রায় ২ হাজার ২০০ লিটার ও সায়েদ স্টোর থেকে প্রায় ১ হাজার ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়।

জব্দকৃত তেল উপস্থিত ক্রেতাদের কাছে পুরোনো দামে বিক্রি করা হয়েছে বলে জানান তিনি।


Spread the love