চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্টে বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি নামেন কাসুন রাজিথা। ওই বদলি নিয়ে ওঠে প্রশ্ন। মাথায় বল লাগার পরে ব্যাটিং করেছেন তিনি। দুই দিন দুই স্পেলে আট ওভার বোলিং করার পরে কেন কনকাশন বদলি?
প্রশ্নটা শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভার উডকেও করা হয়। প্রশ্ন শুনে বিরক্ত হন তিনি। বলেন যে, সবকিছুর আগে খেলোয়াড়ের সুস্থতা নিয়ে ভাবতে হবে। তারা কোন অনৈতিক সুবিধা নেননি। বিশ্ব অসুস্থ হয়ে পড়ায় তার মাথা ঝিমঝিম করছিল।
জোর গলায় কোচের বক্তব্যের পরও উঠছে প্রশ্ন। কারণ তার মাথায় এমআরআই করিয়ে জানা গেছে, মাথায় তিনি তেমন কোন আঘাত পাননি। বরং গরমে ক্লান্ত হয়ে পড়েছিলেন লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো। তবে চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেছেন এটা ঠিক।
শারীরিকভাবে তেমন সমস্যা না হলেও মূলত অস্বস্তির কারণে মাঠ ছাড়েন বিশ্ব। লঙ্কান লিয়াজোঁ কর্মকর্তা লাবলুর রহমান জানান, চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন বিশ্বকে। গরমের কারণে শরীর ক্লান্ত হয়ে পড়েছিল বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :