লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাছ বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের করালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ রায়হান ও বাবুল মাঝি ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগতি থেকে ঢাকাগামী ইলিশ মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান করালা বাজার এলাকায় দুই আরোহী বহনকারী একটি রাইড শেয়ারিং মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হয়।
এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী। তাদের মধ্যে বাবুল মাঝি নামে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
রামগতি থানার ওসি মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আপনার মতামত লিখুন :