ইসলামি (হিজরি) ক্যালেন্ডারের ১১তম মাস যুলক্বাদাহ শুরুর তারিখ নির্ধারণের জন্য মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
ইসলামিক ফাউন্ডেশন সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জুলকাদের চাঁদ দেখার তথ্য পর্যালোচনার জন্য মাগরিবের নামাজের পর ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মোহাম্মদ ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও যুলক্বাদের চাঁদ দেখা গেলে নিম্নোক্ত ফোন ও ফ্যাক্স নম্বরের মাধ্যমে কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
ফোন নম্বরগুলি হল: 02-223381725, 02-41050912, 02-41050916, এবং 02-41050917 এবং ফ্যাক্স নম্বরগুলি হল 02-223383397 এবং 02-9555951৷
তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসককেও রিপোর্ট করতে পারেন।
আপনার মতামত লিখুন :