ব্রেস্টফিডিংয়ের সময় বাচ্চার নিপলে কামড় দেয়া, সমাধান কি


Md. Hasib Uddin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২২, ৯:৩৩ পূর্বাহ্ন / ৩৯৬
ব্রেস্টফিডিংয়ের সময় বাচ্চার নিপলে কামড় দেয়া, সমাধান কি
Spread the love

লেখক: ডাঃ লুনা পারভীন, শিশু বিশেষজ্ঞ, বহির্বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল

মায়েদের জন্য একটি অস্বস্তিকর সমস্যা, ব্রেস্টফিডিংয়ের সময় বাচ্চার নিপলে কামড় দেয়া, সমাধান কি?

একটা সময় বেশীর ভাগ বাচ্চারাই বুকের দুধ খাওয়ানোর সময় হঠাৎ করে নিপলে কামড় দিয়ে বসে। মা ব্যথা পেলে বরং আরো বেশী করে কামড় দেয়, খেলা মনে করে। কিন্তু একজন মা-ই জানেন ব্যাপারটা কত সেনসিটিভ ও বেদনাদায়ক। কিছু বলাও যায় না, সহ্য করাও যায় না!

অধিকাংশ বাচ্চাই ৪ থেকে ৬ মাস বয়সে এরকম আচরণ করে ও কিছু দিন বা দুয়েক সপ্তাহ পর ঠিকও হয়ে যায়।

★এরকম সমস্যা হওয়ার কারণ কি?

১. বাচ্চাদের দাঁত উঠার সময় মাড়িতে অস্বস্তি, ব্যথা ও শিরশির অনুভূতি হয় যা বাচ্চারা অনেকসময় সহ্য করতে পারে না। এমন হলে বাচ্চা হঠাৎ করে নিপলে কামড় দিয়ে বসে। কামড়ালে কিছু টা ভালো বোধ করে।

২. মায়ের মনোযোগ আকর্ষণের জন্যও এমনটা করে থাকে বাচ্চারা। মা খেয়াল করছে না বা মায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্যেও বাচ্চারা এমন করে থাকে।

৩. পর্যাপ্ত বুকের দুধ না পেলে বা পেট ভরে গেলে বাচ্চা আর কিছু করার থাকে না। এজন্য বুকের দুধ পাওয়ার জন্য বা খাওয়া শেষে খেলার ছলে বাচ্চা নিপলে কামড় দিয়ে বসে।

৪. অনেকসময় খাওয়ানোর সময় বাচ্চাকে ধরার পদ্ধতি ভুল হলে বা ঠিকমতো না খাওয়ালেও এমনটা হতে পারে।

★প্রতিকারের উপায়ঃ

১. দাঁত উঠার সময় বাচ্চাকে চিবানোর জন্য টিথার বা রাবারের খেলনা দিলে অথবা নিপল সিল্ড ব্যবহার করলে কিছুটা উপকার পাওয়া যায়। তবে টিথার দেয়া নিয়ে মতবিরোধ আছে।

দাঁতের মাড়ি ম্যাসাজ করে দিলেও ব্যথা কম হয় ও বাচ্চা আরাম পায়। তবে বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেয়াই ভালো।

২. বুকের দুধ পর্যাপ্ত হওয়ার জন্য প্রচুর পানি তরল মাছ ও শাকসবজি খান। দুশ্চিন্তা কম করা, পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের সুযোগ দেয়া দরকার মাকে।

৩. বাচ্চাকে যথেষ্ট মনোযোগ দিতে হবে, চোখে চোখ রেখে বাচ্চাকে আশস্ত করতে হবে, মা আছে তার জন্য।

৪. বেশী সমস্যা হলে, বাচ্চাকে বুকের দুধ দেয়া বন্ধ করে সরিয়ে দিন ও দৃঢ় চেহারায় মানা করুন,” কামড় দেয় না মাকে ”

৫. কামড় দিতে শুরু করলে আপনার একটা আঙুল বাচ্চার মুখের ভিতর দিয়ে আস্তে করে ছাড়িয়ে আনুন অথবা বাচ্চার মাথা সামনে টেনে আনুন যেন তার নাক বুকের মধ্যে চাপ খায় ও ছেড়ে দিতে বাধ্য হয়।

শুরুর দিকে কামড় দিলে খাওয়ানোর পজিশন ঠিক আছে কিনা দেখুন, পর্যাপ্ত দুধ হচ্ছে কিনা খেয়াল রাখুন। খাওয়ানোর শেষ  দিকে আগ্রহ আর নাই মনে হলে, কামড় দেয়ার আগেই বাচ্চাকে সরিয়ে আনুন।

★চিকিৎসাঃ

কামড় দিয়ে ঘা বানিয়ে ফেললে, সেপাশে খাওয়ানো বন্ধ রাখুন। মলম বা ঔষধ খান ডাক্তারের পরামর্শে। বাচ্চা খাওয়ার পর যে আঠালো ভেজা পদার্থ লেগে থাকে নিপলে তা দিয়ে নিপল ম্যাসেজ করে দিবেন। এতেও ভালো কাজ হয়।

 


Spread the love