বৃষ্টির শঙ্কার মাঝে সিরিজ বাঁচানোর আশা


Md. Nazrul Islam প্রকাশের সময় : জুলাই ৭, ২০২২, ৪:৩৬ অপরাহ্ন / ৮৮
বৃষ্টির শঙ্কার মাঝে সিরিজ বাঁচানোর আশা
Spread the love

টানা হারের বৃত্তে আটকে আছে বাংলাদেশ দল। ব্যাটারদের ব্যর্থতায় জয়ের পথ খুঁজে পাচ্ছে না মাহমুদউল্লাহরা। গায়ানাতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে সফরকারীরা। তবে কেবল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজই নয়, বাংলাদেশের প্রতিপক্ষ বৃষ্টিও! বাংলাদেশ দল গায়ানাতে পা রাখার আগের দিন থেকেই বৃষ্টি হচ্ছে সেখানে। ফলে ম্যাচটি মাঠে গড়ানো নিয়েও শঙ্কা আছে।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা সফরকারীদের লক্ষ্য সমতায় শেষ করা। মাহমুদউল্লাহ জানিয়েছেন, শেষ ম্যাচটিতে তারা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে। বাংলাদেশের বাঁচা-মরার এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।গায়ানাতে জিততে হলে ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘টি-টোয়েন্টি খেলাটাই এরকম। অনেক সময় ওপেনাররা ভালো শুরুর পরও মিডল অর্ডার সেটা টেনে নিয়ে যেতে নাও পারে। তারপরও কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আগের ম্যাচে সাকিব যে রকম একটা ইনিংস খেললো, আমরা ১৬০-এর কাছাকাছি চলে গিয়েছিলাম। এরকম একজনকে করতে হবে। সঙ্গে কয়েকজনকে ১৫-২০-৩০ রানের ক্যামিও ইনিংস খেলতে হবে।’


Spread the love