বিশ্ববাজারে স্বর্ণের দাম ব্যাপক পতনের সাক্ষী


Md. Nazrul Islam প্রকাশের সময় : মে ১৪, ২০২২, ৩:০২ অপরাহ্ন / ৭৭
বিশ্ববাজারে স্বর্ণের দাম ব্যাপক পতনের সাক্ষী
Spread the love

বিশ্ববাজারে স্বর্ণের দাম ব্যাপকভাবে কমেছে। গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৪ শতাংশ কমেছে। ফলস্বরূপ, প্রতি আউন্স সোনার দাম $70-এর বেশি কমেছে এবং এখন $1850-এর নিচে। একই সঙ্গে রুপা ও প্লাটিনামের দামও কমেছে।
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কারণে অভ্যন্তরীণ বাজারে এরই মধ্যে তা কমানো হয়েছে। গত বুধবার থেকে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সে অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের দাম 1,166 টাকা কমিয়ে 76,516 টাকা প্রতি ভুরি (11.664 গ্রাম) নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমে প্রতি ভরি ৭৩ হাজার ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ভরিপ্রতি ৬২ হাজার ৬৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ৮৭৬ টাকা কমিয়ে ৫২,১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস যখন দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় তখন বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮৬০ টাকার উপরে।

এরপর থেকে বিশ্ববাজারে প্রতি কার্যদিবসে স্বর্ণের দাম কমছে। গত চার সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

গত এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৩ দশমিক ৮১ শতাংশ বা ৭১ দশমিক ৭৪ ডলার কমেছে। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসে তা কমেছে $10.44 ডলার বা 57 শতাংশ। প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে $1,811। এক মাসে সোনার দাম কমেছে ৮ দশমিক ২২ শতাংশ।

সোনার পাশাপাশি গত এক সপ্তাহে রুপা ও প্লাটিনামের দাম ব্যাপকভাবে কমেছে। একই সময়ে, প্রতি আউন্স রূপার দাম 5.59 শতাংশ কমে 21.09 ডলারে দাঁড়িয়েছে। এক মাসে এই ধাতুর দাম কমেছে ১৭ দশমিক ৭০ শতাংশ।

প্ল্যাটিনাম, আরেকটি মূল্যবান ধাতু, গত সপ্তাহে 2.54 শতাংশ কমেছে। প্রতি আউন্স প্ল্যাটিনামের দাম দাঁড়িয়েছে $938.50। এক মাসে মূল্যবান এ ধাতুর দাম কমেছে ৫ দশমিক ২১ শতাংশ।


Spread the love