বিমানে ত্রুটি, শাহ আমানতে দুই ঘণ্টা বন্ধ ছিল বিমান ওঠানামা


Md. Nazrul Islam প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২২, ৩:০৭ অপরাহ্ন / ১২৪
বিমানে ত্রুটি, শাহ আমানতে দুই ঘণ্টা বন্ধ ছিল বিমান ওঠানামা
Spread the love

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে একটি প্রশিক্ষণ বিমানের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় দুই ঘণ্টা বন্ধ ছিল ফ্লাইট ওঠানামা। এতে করে একটি ফ্লাইট যথা সময়ে ছেড়ে যেতে পারেনি। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

রবিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

তিনি বলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণকালে একটি বিমানের চাকায় ত্রুটি দেখা দিয়েছিল। এ কারণে দুই ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। ফলে অভ্যন্তরীণ রুটের ঢাকাগামী একটি ফ্লাইট চট্টগ্রাম ছেড়ে যেতে বিলম্ব হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক হয়েছে।


Spread the love