বিএনপি নেতা রবিউল আলম গ্রেপ্তার


Md. Hasib Uddin প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২২, ৫:০০ পূর্বাহ্ন / ৭৪
বিএনপি নেতা রবিউল আলম গ্রেপ্তার
Spread the love

বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপি রমনা বিভাগের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি‌ জানান, কলাবাগান এলাকা থেকে শেখ রবিউল আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

কলাবাগান থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করে শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে শেখ রবিউল আলমকে পুলিশ বাসা থেকে আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সোমবার রাত ১১টার দিকে রবিকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

শেখ রবিউল আলম ঢাকা-১০ (ধানমন্ডি-নিউমার্কেট) উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।


Spread the love