বাস, গাড়ি ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে ৮ জন নিহত হয়


Md. Nazrul Islam প্রকাশের সময় : মে ১৪, ২০২২, ৩:০৫ অপরাহ্ন / ১১০
বাস, গাড়ি ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে ৮ জন নিহত হয়
Spread the love

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার এসআই সিরাজুল ইসলাম জানান, মিল্টন বাজার এলাকায় রাজীব পরিবহনের একটি বাস একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়।

তাদের মধ্যে তিনজন প্রাইভেটকারে, দুইজন মোটরসাইকেলে এবং দুইজন বাসে। আহত হয়েছেন আরও ১০ জন।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান এসআই।


Spread the love